Posts

Showing posts from December, 2020

আহকামে ওজু তথা ওজুর ফরজসমূহ

Image
 পবিত্রতা অর্জনকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। ইবাদত-বন্দেগিতে পবিত্রতা অর্জনের গুরুত্ব অধ্যধিক। ক্ষেত্র বিশেষে তা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব হয়ে থাকে। দৈনন্দিন জীবনে যারা নামাজসহ ইবাদত-বন্দেগি করে তাদের জন্য ওজু করা ফরজ। ওজুর ফরজগুলো কি কি, এ বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন তা তুলে ধরা হলো-ওজু কি?ওজু শব্দটি আরবি। এর অর্থ হচ্ছে- সুন্দর, পরিস্কার, স্বচ্ছ। শরিয়তের পরিভাষায় নির্ধারিত নিয়মে পরিস্কার-পরিচ্ছন্নতাকে ওজু বলা হয়। আল্লাহ তাআলা বান্দার নামাজের জন্য ওজুকে ফরজ করেছেন।আল্লাহ বলেন,উচ্চারণ- ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানু ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওঝুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক্বি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারঝুলাকুম ইলাল কা’বাইন। (সূরা মায়িদা : আয়াত ৬)অর্থ- হে ঈমানদারগণ! যখন তোমরা সালাত বা নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমরা মুখমণ্ডল ও উভয় হাত  কনুইসহ ধৌত করবে এবং তোমাদের মাথা মাসেহ করবে এবং পা টাখনু পর্যন্ত ধৌত করবে।উক্ত আয়াতের কারিমা দ্বারা বুঝা গেল নামাজের জন্য ওজু শর্ত। যখন কোনো ব্যক্তি নামাজের ইচ্ছা পোষণ করবে, প্রথমে তাকে ওজু করতে হবে। আল্লাহ তাআলা উক্ত আয়াত দ্বারা ওজুকে ...

নামাজের ভিতরে-বাইরে ১৩টি ফরজ

Image
 নামায ইসলামের পঞ্চমস্তম্ভের একটি। শাহাদাহ্‌ বা বিশ্বাসের পর নামাযই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন।  নামাজের ভিতরে ও বাইরে মোট ১৩টি ফরজ (অবশ্য পালনীয়) কাজ রয়েছে। এখানে তা তুলে ধরা হলো- নামাজের ভিতরে সাতটি ফরজ: ১. তাকবিরে তাহরিমা : আল্লাহর মহত্ত্ব প্রকাশ পায় এমন শব্দ দ্বারা নামাজ আরম্ভ করা ফরজ। আর তা হচ্ছে তাকবিরে তাহরিমা তথা আল্লাহু আকবার। যা দ্বারা নামাজের বাহিরের সব ধরণের কাজকে নিষিদ্ধ হয়ে যায়। আল্লাহ বলেন- তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর। (সুরা মুদদাসসির : আয়াত ৩) ২. কিয়াম করা : নামাজের জন্য সোজা হয়ে দাঁড়ানো। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। (সুরা বাক্বারা : আয়াত ২৩৮) ৩. কিরাত পড়া : সুরা ফাতিহার পর সুরা মিলানো। ফরজ নামাজের প্...

বড় বড় বিজ্ঞানীরা কখনও নাস্তিক হয় না।

Image
 

সূরা মূলক এর ফজিলত

 সূরা মূলকের তিলাওয়াত  ফজিলত কি??? 🔸সূরা মূলক-এর ফজিলত :🔹⬇ হযরত উসমান (রাঃ) যখন কবরের ধার দিয়া যাইতেন তখন কান্নায় উনার দাড়ি ও বুক ভাসিয়া যাইত। লোকে জিজ্ঞাসা করিত ,।আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনাও এত বেশী কান্নাকাটি করেন না, এর কারণ কি ? তিনি বলেন, আমি হুজুর (সাঃ) এর নিকট শুনিয়াছি কবর আখেরাতের প্রথম মন্জিল। যে ব্যক্তি এখানে নাজাত পাইল, তাহার জন্য সমস্ত মন্জিল আছান বা সহজ । আরো শুনিয়াছি কবর হইতে ভয়ংকর দৃশ্য আমি আর কোথাও দেখি নাই। যে ব্যক্তি নিয়মিত সুরা মূলকের আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে। (তিরমিজি-২৮৯০, মুসতাদরাকে হাকেম)। 🔸★হজরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; " কোরআন শরীফে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে না দেয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। সূরাটি হলো-- তাবারাকাল্লাযী বি ইয়াদিহিল মূলক অর্থাৎ সূরা মূলক…। (আবু দাউদ-১৪০২, তিরমিজি-২৮৯১, ইবনে মাজাহ-৩৭৮৬, মুসনাদে আহমদ-২/২৯৯)। 🔹অন্য এক হাদিসে ; রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন," আমার মন চায় প্রত্যেক মুমিনের...

স্ত্রী সহবাসের সুন্নত নিয়ম।

👰 #স্ত্রী_সহবাসের_সুন্নাত_নিয়ম 👰 ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ যদিও আমি এ পোস্ট টি আগেও করেছি,তার পরেও অনেকে বন্ধুরা স্ত্রীর সাথে সুন্নাত তরিকায়, কি কিভাবে সহবাস করবো জানতে চেয়েছেন।  👉সে জন্য অনেকেরই দরকারী মনে করে পোষ্টটি আবারও লেখলাম। কেননা ইসলামি যৌন বিজ্ঞান সম্পর্কে বর্তমান সমাজের অনেকই অজ্ঞ! যেগুলির কারনে মানুষ অহরহ পাপ না জেনে পাপ কাজ করছে। সঠিক মাত্রা ও ব্যবহার পদ্ধতি না জানার কারনে তৈরি হচ্ছে নানাবিধ যৌন রোগ যার কারনই অামাদের গোপন থেকে যায়। যাই হোক মুল কথায় ফিরছি। সহবাসের সঠিক নিয়ম হলো স্ত্রী নিচে থাকবে আর স্বামী ঠিক তার উপরি ভাবে থেকে সহবাস করবে। মহান আল্লাহ তায়ালা সহবাসের নিয়ম এভাবেই সুরা অারাফের ১৮৯ নম্বর অায়াতে বলেছেন  فَلَمَّا تَغَشَّاهَا حَمَلَتْ حَمْلاً خَفِيفًا فَمَرَّتْ بِهِ فَلَمَّا أَثْقَلَت دَّعَوَا اللّهَ رَبَّهُمَا لَئِنْ آتَيْتَنَا صَالِحاً لَّنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ ( অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করল, তখন, সে গর্ভবতী হল। অতি হালকা গর্ভ। সে তাই নিয়ে চলাফেরা করতে থাকল। ( সুরা অারাফ: ১৮৯ অংশ) বিজ্ঞ ডাক্তারগন এটিই বার বার বলে থাকেন।  বিধায় স্পষ্ট ন...

স্বামীকে খুশি রাখার জন্য কয়েকটি টিপস।

 #বিশেষ_করে_মেয়েদের_জন্য  ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🔴স্বামীকে খুশি রাখার জন্য কয়েকটি টিপস 🔴 ১) স্বামীর ঘুম থেকে উঠার আগে নিজে উঠে পরিপাটি হয়ে নেওয়া যাতে স্বামী আপনাকে সকাল বেলাই অপরিপাটি না দেখে। তার সাথে সুগন্ধি ব্যবহার করুন। যাতে সকালে আপনাকে দেখেই আপনার স্বামীর মন ভরে যায়। ২) তার ঘুম যেভাবে ভাঙ্গালে সে পছন্দ করবে, সেভাবে তাকে ঘুম থেকে জেগে তুলুন। ৩) তার প্রয়োজনীয় কাজ শেষ করে তবেই অন্য কাজে যাবেন। এবং সে তার কাজে যাওয়ার সময় কপালে আর বুকে দুইটা......... দিয়ে দিন। ৪) সে কখন বাসায় আসতে পারে তা অনুমান করে পরিপাটি হয়ে থেকে তার অপেক্ষা করুন এবং সে ডাকার সাথে সাথে দরজা খুলে দিন এক মুচকি হাসি দিয়ে। এবং তার সাথে কথা বলার সময় সর্বদা হাসি মুখে কথা বলুন। ৫)তার সামনে কখনো গন্ধ নিয়ে যাবেন না। সবসময় একটা সুঘ্রাণ রাখুন নিজের শরীরে। ৬) আপনি পরিপূর্ণ পর্দা করুন। ৭)স্বামীকে তাহাজ্জুদ এবং ফজরের নামাজের জন্য ডেকে দিন। আল্লাহর তরফ হতে স্বামীর হৃদয়ে আপনার প্রতি অফুরন্ত ভালোবাসা জন্ম নিবে। ৮) স্বামীর মনে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না। ৯) কখনো স্বামীকে নিজের উপর রাগ হতে দিবেন না বরং স্বামী যে ইশারায় চালাতে চায় ...

উত্তম স্বামী তো সেই, যে নিজের স্ত্রীর কাছেও উত্তম।

 উত্তম স্বামী তো সেই, যে নিজের স্ত্রীর কাছেও উত্তম!💕💕 একটা স্ত্রী কোন পর্যায়ের ভালবাসা পেলে প্রতি রাতে তার সেই মানুষটির জন্য আল্লাহ তায়ালার কাছে শুক্রিয়া আদায় করে❤❤ কি পরিমান সম্মান পেলে একটা স্ত্রী প্রতি নামাজে তার সেই মানুষটির কথা ভেবে চোখের পানি ফেলে❤❤ কতটা সুখ পেলে একটা স্ত্রী মাঝরাতে দুই হাত তুলে তার সেই মানুষটির সাথে এক সাথে বেচে থাকার জন্য দোয়া করে❤❤ পবিত্র ভালবাসা হচ্ছে রহমত যা আল্লাহ তায়ালার তরফ থেকে আসে,, খুবি সৌভাগ্যবান সেই স্ত্রী যে এমন পুরুষকে জিবন সাথি হিসেবে পেয়ে থাকে।।জিবনের চলার পথে যদি স্বামী  হিসেবে পাওয়া উক্ত ব্যক্তিটির জন্য মনের মধ্যে সম্মান, ভালবাসাটাই না থাকে তাহলে সেই স্ত্রী কিভাবে রাতের গভিরে নিজের  স্বামীর জন্য দুই হাত তুলে দোয়া করবে,,❤❤ এজন্য প্রতিটি পুরুষের উচিত নিজের স্ত্রীকে এতো বেশি সম্মান আর ভালবাসা দেয়া যাতে দোয়ার মধ্যেও সে আল্লাহ কে বলতে পারে ইয়া আল্লাহ আমার কাছে আমার  স্বামী  একজন উত্তম মুমিন।।একজন উত্তম পুরুষ❤❤ হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) বলেন, ‘ঈমানওয়ালাদের মধ্যে পরিপূর্ণ মুমিন সেই ব্যক্তি, যার আ...

প্রতিটা দ্বিনদার মেয়ের চাওয়া যেমন!

 💕প্রতিটা দ্বীনদার মেয়ের চাওয়া যেমন হয় 💕 ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ১. আল্লাহ তায়ালা যেন জীবনে হেদায়েত প্রাপ্ত দ্বীনদার একজন স্বামী দান করেন।💓 ২ . শুধু হুজুর নয় আমল আখলাক ওয়ালা স্বামী যেন দান করেন। 💓 ৩ . যে স্বামী স্ত্রীর সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করবে ঠিকই কিন্তু সাথে সাথেই সংশোধন করে বুকে টেনে নিবে। 💓 ৪. ভুল করলে রেগে গিয়ে বকা দিবে, কিন্তু রাগ থেমে গেলে আদর করে বুঝিয়ে দিবে। 💓 ৫. অভিমান করে থাকবে ঠিকই কিন্তু বেশিক্ষণ অভিমান করে থাকতে পারবে না। 💓 ৬. ভালো কাজ করলে উৎসাহ দিয়ে মাশা আল্লাহ বলবে। 💓 ৭. খাবারের লোকমা মুখে তুলে দিবে। 💓 ৮. কান্না করলে চোখের জল মাটিতে পড়তে দিবে না। 💓 ৯. কখনো পরপুরুষের সামনে যেতে দিবে না, স্বামী বলবে তোমাকে দেখার অধিকার একমাত্র আমার অন্য কারো না। 💓 ১০. আল্লাহ্ তায়ালার হুকুম আহকাম মতো চলাফেরা করবে। 💓 ১১ . রাসূল (সাঃ) এর প্রতিটি সুন্নত জিন্দা করার চেষ্টা করবে। 💓 ১২. স্বামী কখনো মিথ্যা বলবে না। 💓 ১৩. হারিয়ে যাওয়ার ভয় দেখাবে না কখনো। 💓 ১৪. সবসময়ই স্ত্রীর প্রতি খেয়াল রাখবে। 💓 ১৫ . একই সাথে তাহাজ্জুদ নামায আদায় করার চেষ্টা করবে। 💓 ১৬. একে অপরকে...

হে নারী তোমার সন্মান।

 হে নারী কেউ বলে তুমার চোখ হরিণির  মতো!! কেউ বলে তোমার ঠোঁট রক্তাক্ত জবা ফুলের মতো!! কেউ বলে তোমার গাল রসোগোল্লার মতো!! কেউ বলে তোমার চুল কালো মেঘে আবৃত রেশমী সুতোর মতো!! কেউ বলে তোমার Body নদীর ঢেউয়ের মতো !! কেউ বলে তোমার হাসি মোনালিসার মতো !! আবার কেউ বলে দুধে আলতা গায়ের বরণ..!! এই কথা গুলো হয়তো তোমাকে আনন্দ দেয় , হয়তো তোমাকে খুশি রাখে। হয়তো তোমাকে আরো বেশি করে নিজেকে আকর্ষণীয় করে তুলার উৎসাহ জাগায়। কিন্তু তুমি কি জানো এগুলোর একটা কথার মধ্যেও কোনো সম্মানের ছোঁয়া নেই।  মর্যাদার আভেশ নেই .. আছে শুধু লোভ আর লালসা _____________ প্রত্যেকটা কথার পিছনে লুকিয়ে আছে একাকিত্তে তোমাকে কাছে পাওয়ার আখাঙ্কা। লুকিয়ে আছে তোমার দুই হাতে হাত রেখে নির্জনে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে। লুকিয়ে আছে কোনো এক রেস্টুরেন্ট বা পার্কের কোনো এক ছায়াপথে তোমাকে স্পর্শ করার অনুভূতি।  আর তোমার জন্য কি এগুলো সত্যি খুব সম্মানজনক .?? মনে রেখো তোমার এই ধরনের চরিত্র তোমাকে হাজারটা Boyfriend দিলেও ,  ধার্মিক স্বামী দেবেনা ,,  অথচ বরকার আড়ালে নিজেকে ঢেকে দেখো রাস্তায় থাকা বখাটে ছেলে গুলোও তোমাকে সালা...