আহকামে ওজু তথা ওজুর ফরজসমূহ

পবিত্রতা অর্জনকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। ইবাদত-বন্দেগিতে পবিত্রতা অর্জনের গুরুত্ব অধ্যধিক। ক্ষেত্র বিশেষে তা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব হয়ে থাকে। দৈনন্দিন জীবনে যারা নামাজসহ ইবাদত-বন্দেগি করে তাদের জন্য ওজু করা ফরজ। ওজুর ফরজগুলো কি কি, এ বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন তা তুলে ধরা হলো-ওজু কি?ওজু শব্দটি আরবি। এর অর্থ হচ্ছে- সুন্দর, পরিস্কার, স্বচ্ছ। শরিয়তের পরিভাষায় নির্ধারিত নিয়মে পরিস্কার-পরিচ্ছন্নতাকে ওজু বলা হয়। আল্লাহ তাআলা বান্দার নামাজের জন্য ওজুকে ফরজ করেছেন।আল্লাহ বলেন,উচ্চারণ- ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানু ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওঝুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক্বি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারঝুলাকুম ইলাল কা’বাইন। (সূরা মায়িদা : আয়াত ৬)অর্থ- হে ঈমানদারগণ! যখন তোমরা সালাত বা নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমরা মুখমণ্ডল ও উভয় হাত কনুইসহ ধৌত করবে এবং তোমাদের মাথা মাসেহ করবে এবং পা টাখনু পর্যন্ত ধৌত করবে।উক্ত আয়াতের কারিমা দ্বারা বুঝা গেল নামাজের জন্য ওজু শর্ত। যখন কোনো ব্যক্তি নামাজের ইচ্ছা পোষণ করবে, প্রথমে তাকে ওজু করতে হবে। আল্লাহ তাআলা উক্ত আয়াত দ্বারা ওজুকে ...