প্রতিটা দ্বিনদার মেয়ের চাওয়া যেমন!
💕প্রতিটা দ্বীনদার মেয়ের চাওয়া যেমন হয় 💕
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
১. আল্লাহ তায়ালা যেন জীবনে হেদায়েত প্রাপ্ত দ্বীনদার একজন স্বামী দান করেন।💓
২ . শুধু হুজুর নয় আমল আখলাক ওয়ালা স্বামী যেন দান করেন। 💓
৩ . যে স্বামী স্ত্রীর সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করবে ঠিকই কিন্তু সাথে সাথেই সংশোধন করে বুকে টেনে নিবে। 💓
৪. ভুল করলে রেগে গিয়ে বকা দিবে, কিন্তু রাগ থেমে গেলে আদর করে বুঝিয়ে দিবে। 💓
৫. অভিমান করে থাকবে ঠিকই কিন্তু বেশিক্ষণ অভিমান করে থাকতে পারবে না। 💓
৬. ভালো কাজ করলে উৎসাহ দিয়ে মাশা আল্লাহ বলবে। 💓
৭. খাবারের লোকমা মুখে তুলে দিবে। 💓
৮. কান্না করলে চোখের জল মাটিতে পড়তে দিবে না। 💓
৯. কখনো পরপুরুষের সামনে যেতে দিবে না, স্বামী বলবে তোমাকে দেখার অধিকার একমাত্র আমার অন্য কারো না। 💓
১০. আল্লাহ্ তায়ালার হুকুম আহকাম মতো চলাফেরা করবে। 💓
১১ . রাসূল (সাঃ) এর প্রতিটি সুন্নত জিন্দা করার চেষ্টা করবে। 💓
১২. স্বামী কখনো মিথ্যা বলবে না। 💓
১৩. হারিয়ে যাওয়ার ভয় দেখাবে না কখনো। 💓
১৪. সবসময়ই স্ত্রীর প্রতি খেয়াল রাখবে। 💓
১৫ . একই সাথে তাহাজ্জুদ নামায আদায় করার চেষ্টা করবে। 💓
১৬. একে অপরকে কোরআন তেলাওয়াত করে শুনাবে। 💓
১৭ . স্বামী স্ত্রী উভয়ে আদর্শ সন্তানের আদর্শ মা বাবা হবে। 💓
১৮. কোন রমনা পার্কে নয়,এক সাথে হজ্জে গিয়ে হাজারে আসওয়াদ চুমু খাবে। 💓
১৯ . তাদের ঘরটাই হবে জান্নাতের
এক টুকরো। 💓
২০. একে অপরকে এতো বেশি ভালবাসবে , দুজনে যেন একই জান্নাতে থাকতে পারে। 💓
আল্লাহ যেন সবাইকে নেক্কার, চক্ষু শীতল স্বামী / স্ত্রী দান করেন। 💓💓💓
🤲🤲🤲🤲🤲আমিন🤲🤲🤲🤲🤲
👉 পোস্ট টি সবাই শেয়ার করবেন 👈
Comments
Post a Comment