উত্তম স্বামী তো সেই, যে নিজের স্ত্রীর কাছেও উত্তম।

 উত্তম স্বামী তো সেই,

যে নিজের স্ত্রীর কাছেও উত্তম!💕💕


একটা স্ত্রী কোন পর্যায়ের ভালবাসা পেলে প্রতি রাতে তার সেই মানুষটির জন্য আল্লাহ তায়ালার কাছে শুক্রিয়া আদায় করে❤❤


কি পরিমান সম্মান পেলে একটা স্ত্রী প্রতি নামাজে তার সেই মানুষটির কথা ভেবে চোখের পানি ফেলে❤❤


কতটা সুখ পেলে একটা স্ত্রী মাঝরাতে দুই হাত তুলে তার সেই মানুষটির সাথে এক সাথে বেচে থাকার জন্য দোয়া করে❤❤


পবিত্র ভালবাসা হচ্ছে রহমত যা আল্লাহ তায়ালার তরফ থেকে আসে,,


খুবি সৌভাগ্যবান সেই স্ত্রী যে এমন পুরুষকে জিবন সাথি হিসেবে পেয়ে থাকে।।জিবনের চলার পথে যদি স্বামী  হিসেবে পাওয়া উক্ত ব্যক্তিটির জন্য মনের মধ্যে সম্মান, ভালবাসাটাই না থাকে তাহলে সেই স্ত্রী কিভাবে রাতের গভিরে নিজের  স্বামীর জন্য দুই হাত তুলে দোয়া করবে,,❤❤


এজন্য প্রতিটি পুরুষের উচিত নিজের স্ত্রীকে এতো বেশি সম্মান আর ভালবাসা দেয়া যাতে দোয়ার মধ্যেও সে আল্লাহ কে বলতে পারে ইয়া আল্লাহ আমার কাছে আমার  স্বামী  একজন উত্তম মুমিন।।একজন উত্তম পুরুষ❤❤


হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) বলেন, ‘ঈমানওয়ালাদের মধ্যে পরিপূর্ণ মুমিন সেই ব্যক্তি, যার আচার-আচরণ উত্তম।

আর তোমাদের মাঝে তারাই উত্তম যারা আচার-আচরণে তাদের স্ত্রীদের কাছে উত্তম।’ (তিরমিযি, হাদিস নং : ১০৭৯)❤❤


হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, আরেকটি হাদিস, রাসুলুল্লাহ (সাঃ) বলেন, মুমিন-মুমিনার প্রতি বিদ্বেষ রাখবে না।

যদি তার একটি অভ্যাস অপছন্দনীয় হয় তবে আরেকটি অভ্যাস তো পছন্দনীয় হবে।’ (মুসলিম, হাদিস নং:  ১৪৬৯, ২৬৭২)❤❤


হযরত আয়িশা (রাঃ) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) বলেন, ‘ঈমানওয়ালাদের মধ্যে পরিপূর্ণ মুমিন সেই ব্যক্তি যার আচার-আচরণ উত্তম এবং নিজ পরিবারের জন্য অনুগ্রহশীল।’ (তিরমিযি, হাদিস নং: ২৫৫৫)❤❤


➖➖➖➖➖➖➖➖➖➖

Comments

Popular posts from this blog

সবার আগে কারা জাহান্নামে যাবে!

যিনা কি? যিনা কাকে বলে?