হে নারী তোমার সন্মান।

 হে নারী কেউ বলে তুমার চোখ হরিণির  মতো!!

কেউ বলে তোমার ঠোঁট রক্তাক্ত জবা ফুলের মতো!!

কেউ বলে তোমার গাল রসোগোল্লার মতো!!

কেউ বলে তোমার চুল কালো মেঘে আবৃত রেশমী সুতোর মতো!!

কেউ বলে তোমার Body নদীর ঢেউয়ের মতো !!

কেউ বলে তোমার হাসি মোনালিসার মতো !!

আবার কেউ বলে দুধে আলতা গায়ের বরণ..!!

এই কথা গুলো হয়তো তোমাকে আনন্দ দেয় ,

হয়তো তোমাকে খুশি রাখে।

হয়তো তোমাকে আরো বেশি করে নিজেকে আকর্ষণীয় করে তুলার উৎসাহ জাগায়।


কিন্তু তুমি কি জানো এগুলোর একটা কথার মধ্যেও কোনো সম্মানের ছোঁয়া নেই। 

মর্যাদার আভেশ নেই ..

আছে শুধু লোভ আর লালসা _____________


প্রত্যেকটা কথার পিছনে লুকিয়ে আছে একাকিত্তে তোমাকে কাছে পাওয়ার আখাঙ্কা।


লুকিয়ে আছে তোমার দুই হাতে হাত রেখে নির্জনে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে।


লুকিয়ে আছে কোনো এক রেস্টুরেন্ট বা পার্কের কোনো এক ছায়াপথে তোমাকে স্পর্শ করার অনুভূতি। 


আর তোমার জন্য কি এগুলো সত্যি খুব সম্মানজনক .??


মনে রেখো তোমার এই ধরনের চরিত্র তোমাকে হাজারটা Boyfriend দিলেও , 

ধার্মিক স্বামী দেবেনা ,, 


অথচ বরকার আড়ালে নিজেকে ঢেকে দেখো রাস্তায় থাকা বখাটে ছেলে গুলোও তোমাকে সালাম দিয়ে রাস্তাটা তোমার জন্য খালি করে দিবে। 


হা এটাই সম্মান 😊   

সুতরাং নিজেকে তৈরি করো বাবা মায়ের গর্বের জন্য,

ভাইয়ের মর্যাদার জন্য,

স্বামির জান্নাতের সিঁড়ী হওয়ার জন্য ,

আর একজন নেককার সন্তান জন্ম দেওয়ার জন্য।

কেনোনা যদি তোমার বর্তমান সুন্দর হয় তবে ভবিষ্যতও সুন্দর হবে ইনশাল্লাহ্ 😊


পোস্ট টি ভালো মনে হলে শেয়ার করতে পারেন। 


Comments

Popular posts from this blog

গুনাহ মোচনের জন্য তওবার পরও কিছু নির্ধারিত ও স্থিতিশীল কাজ

মনের মানুষ হন