"ফজরের_সালাতের_১০টি_ফজিলত:- এগুলো জানার পর কারো আর ফজর সালাতে গাফেলতি, অলসতা আসবেনা... ইনশাআল্লাহ। 🔘১.ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী, কেননা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য ফজর সালাত আদায় কষ্টকর! __(বুখারী ৬৫৭,৬৪৪,২৪২০,৭২২৪; মুসলিম ৬৬১) 🔘২.রাসূল (সাঃ) বলেন, "যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়। অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা ঐ ব্যক্তির দায়িত্ব নেন। __(সহিহ মুসলিম, তিরমিজি ২১৮৪) 🔘৩.রাসূল (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহর ফেরেশতাগন আল্লাহর কাছে ঐ ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে। __(বুখারী-মুসলিম) 🔘৪. রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন! __(সহিহ মুসলিম-১০৯৬) 🔘৫. রাসূল (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন। __(আবু দাউদ ৪৯৪)...
Popular posts from this blog
গুনাহ মোচনের জন্য তওবার পরও কিছু নির্ধারিত ও স্থিতিশীল কাজ
গুনাহ মোচনের জন্য তওবার পরও কিছু নির্ধারিত ও স্থিতিশীল কাজ ১. তওবাসহ যাবতীয় কাজকর্মে নিয়ত খালেস করা। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: ‘আল্লাহ তা‘আলা খালেস আমল কিংবা তাকে উদ্দেশ্য করা আমল ছাড়া কিছুই কবুল করেন না।’ ২. তওবাকারী তওবার পরও যথাসম্ভব স্থিতিশীলভাবে আমালে সালিহা করে যাবে। সর্বদা সৎকর্মের প্রাধান্য দেবে ও অসৎকর্ম পরিহার করবে। আল্লাহ বলেন: ‘নিশ্চয় সৎকর্ম অসৎকর্মকে বিদূরিত করে।[সূরা হুদ: ১১৪।] আল্লাহর নবী মু‘আয ইবনে জাবাল রাদিয়াল্লাহু ‘আনহু-কে ইয়ামেনে প্রেরণকালে নসিহতস্বরূপ বলেছিলেন: ‘হে মু‘আয! যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, একটা গোনাহর কাজ করে ফেললে সঙ্গে সঙ্গে একটা নেক কাজ করে ফেলো। তাহলে তা ওই কৃত গোনাহকে মোচন করে দেবে। মানুষের স্রষ্টার সাথে সদাচার কর।’ আল্লামা ইবনে তাইমিয়া (রহ.) বলেন: “প্রকৃত বুদ্ধিমান সেই লোক, যে সর্বদা এমনসব সৎকাজ করে যা তার গুনাহ মোচন করে ফেলে।’ ৩. গোনাহর অনিষ্টতা উপলব্ধি, এর দ্বারা দুনিয়া আখিরাতের ক্ষতি অনুধাবন করা। ৪. যেখানে গোনাহ-চর্চা হয়, সেখান থেকে দূরত্ব বজায় রেখে চলা, যাতে ওইস্থানে গোনাহে লিপ্ত হবার সমূহ সম্ভা...
মনের মানুষ হন
❝এমন পুরুষ হও। যেনো কোন নারী তোমাকে পেয়ে হাজার বার রবের দরবারে শুকরিয়া আদায় করে!❞ 🖤 -স্বামী হওয়া খুব সহজ!! -কিন্তু মনের মতো মানুষ হওয়া কি এতো সহজ? দরজার আড়ালে স্ত্রীর গায়ে হাত তোলা মানুষটাও স্বামী, খাবারে লবণ বেশি হলে প্লেট ছুড়ে ফেলে দেওয়া মানুষটাও স্বামী, পরিবারের অন্যদের পরামর্শে স্ত্রীর উপর নির্যাতন করা মানুষটাও কিন্তু স্বামী!! কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরা কেউই মনের মানুষ না! এই পৃথিবীতে স্বামীদের কোন অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে একজন মনের মানুষের!!___💔 আমরা যাঁর সাথে সারাজীবন কাটাবো সে শুধু স্বামী না হয়ে, সেই মানুষটা আমাদের মনের মানুষ হোক। যার জন্য সবকিছু ছেড়ে তার বুকে মাথা লুকাবো, সেই মানুষটা আমাদের ভরসার জায়গা হোক, সেই মানুষটা রোদে ছায়ার মতো, বৃষ্টিতে ছাতার মতো, মাথার উপর ছাদের মতো হোক। যে-ই মানুষটার কাছে থাকলে কখনো হারিয়ে যাবার ভয় থাকবেনা, যে-ই মানুষটা কখনো ছেড়ে যাবেনা, সেই মানুষটা আমাদের হোক। সেই মানুষটা শুধু আমাদের জীবনসঙ্গী না, আমাদের প্রাণের সঙ্গীও হোক।___💞 -এই পৃথিবীতে সবার একজন সৎ মনের মানুষ হোক! সেই মানুষটার সাথে শুধু এই জীবন না, জান্নাতেও যেনো একসাথে থাকতে প...
Comments
Post a Comment