জীবন সঙ্গী

  জীবনসঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রী তো আমরা সবাই পাই কিন্ত আমি জীবনসঙ্গী হিসেবে একজন বন্ধু চাই। এমন একজন বন্ধু যার কাছে আমার লুকোনোর কিছু থাকবেনা। যার কাছে আমি আমার জীবনের প্রতিটি হেরে যাওয়ার গল্প নিঃসংকোচে বলতে পারবো। যার কাছে একটা বিষাক্ত অতীতের গল্প বলতে গিয়ে কান্না করা যাবে। আমি তার কাছে ভালোবাসা চাই না আমি চাই বিশ্বস্ততা। এমন বিশ্বস্ততা যেখানে ঠকে যাওয়ার ভয় কাজ করবেনা। যে আমাকে ভরসা দিবে। আমাকে অনুধাবন করাবে যে সব বন্ধু বন্ধুত্বে ঠকায় না। আমি এমন একজনকে চাই যে আমার প্রেমে না পড়ে আমার মায়ায় পড়বে। যে আমার ভেঙে যাওয়া স্বপ্ন গুলো জুড়ে দিবে। ভীতগ্রস্ত এই আমিকে অভয় দিয়ে যে হাত ধরে আবারও ভালোবাসা পর্যন্ত নিয়ে যাবে। এমন একজন বন্ধু চাই যাকে প্রতিটি মন খারাপের কথা নির্দ্বিধায় বলা যাবে। প্রচন্ড মন খারাপে যার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে থাকা যাবে। মাঝ রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙালে যে বিরক্ত হয়ে অসহ্য বলবেনা। আমি এমন একজন বন্ধু চাই যাকে খুব কান্না পেলে জড়িয়ে ধরে কাঁদা যাবে। আমি চাই না সে আমার কান্না দেখে আমার মন ভালো করার জন্য ব্যাকুল হয়ে উঠুক। আমি চাই আমার কান্নার মুহুর্তে সে শুধু তার বুকে আমাকে আগলে রাখুক। ঠিক যেমন এক মা তার শিশুবাচ্চাকে আগলে রাখে তেমন ভাবে। আমি এমন একজন বন্ধু চাই যে আমার ভালো খারাপ সকল সময়ে পাশে থাকবে। আমার সকল সৃষ্টিশীল কাজে যে আমার অনুপ্রেরণা হবে। যে আমার কাছে একটি খোলা বইয়ের মতো হবে যার শুরু থেকে শেষ সবগুলো পৃষ্টাই আমার জানা থাকবে। আমি প্রেমিকা বা স্ত্রী হওয়ার আগে তার খুব কাছের একজন বন্ধু হতে চাই। আমি এমন সম্পর্ক চাই যে সম্পর্কে ইগো নামক দেয়াল থাকবেনা। সম্পর্কে ঝড় ঝাপটা যাই আসুক না কেন, দিনশেষে আমার ক্লান্তি দূরের একমাত্র আশ্রয়স্থল হবে এমন একজন মানুষ চাই। এর চেয়ে বেশি কিছুই চাওয়ার নেই আমার। আমার একজন বন্ধু চাই।

Comments

Popular posts from this blog

মনের মানুষ হন

সূরা আন নিসা আয়াত -২৩