"মা বাবার ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ট ও নিঃশ্বার্থ ভালোবাসা "
“মা বাবার ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ট ও নিঃশ্বার্থ ভালোবাসা”।এই দুটি শব্দে স্নেহ মায়া-মমতা ভালোবাসা দিয়ে ঘেরা।আর মা হচ্ছে সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক।তাই কেবল একজন মা’ই পারে তার সন্তানকে ধার্মিক করে গড়ে তুলতে..! সন্তান আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক বিরাট নিয়ামত ও আমানত। তাই সন্তানকে সৎ, আদর্শবান নেক্কার ও ঊত্তম চরিত্রে চরিত্রবান করে গড়ে তোলার দায়িত্য সর্বপ্রথম মা-বাবার’ই।আর এই দায়িত্ব পালনে অবহেলা কিংবা আমানতের খেয়ানত করলে কাল কেয়ামতের দিন মহান আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হতে হবে।তাই প্রত্যেক মা বাবার ঊচিৎ সন্তানকে সৎ আদর্শবান করে গড়ে তুলা,যাতে তোমরা মারা যাবার পর তাদের সৎকর্ম গুলো তোমাদের আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে লেখা হয়। হে আল্লাহ, আমাদের পিতামাতাকে ইহকালে ও পরকালে উত্তম মর্যাদায় ভূষিত কর,আর যাদের মা বাবা নেই তাদের সকল গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদৌসে একত্রিত করো। “রাব্বা না আতীনা ফিদ্বুনিয়া হাসানাতাও ওফিল আখিরাতি হাসানাতও অকিনা আজাবান্নার” প্রতিটি সন্তানের বুকের গভীরে থাকুক তাদের মা বাবার জন্য সম্মান- শ্র...