Posts

Showing posts from November, 2020

"মা বাবার ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ট ও নিঃশ্বার্থ ভালোবাসা "

 “মা বাবার ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ট  ও নিঃশ্বার্থ ভালোবাসা”।এই দুটি শব্দে স্নেহ মায়া-মমতা ভালোবাসা দিয়ে ঘেরা।আর মা হচ্ছে সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক।তাই কেবল একজন মা’ই পারে তার সন্তানকে ধার্মিক করে গড়ে তুলতে..! সন্তান আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক বিরাট নিয়ামত ও আমানত। তাই সন্তানকে সৎ, আদর্শবান নেক্কার ও ঊত্তম  চরিত্রে চরিত্রবান করে গড়ে তোলার দায়িত্য সর্বপ্রথম মা-বাবার’ই।আর এই দায়িত্ব পালনে অবহেলা কিংবা আমানতের খেয়ানত করলে  কাল কেয়ামতের দিন মহান আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হতে হবে।তাই প্রত্যেক মা বাবার ঊচিৎ সন্তানকে সৎ আদর্শবান করে গড়ে তুলা,যাতে তোমরা মারা যাবার  পর তাদের সৎকর্ম গুলো তোমাদের আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে  লেখা হয়। হে আল্লাহ, আমাদের পিতামাতাকে ইহকালে ও পরকালে উত্তম মর্যাদায় ভূষিত কর,আর যাদের মা বাবা নেই  তাদের সকল গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদৌসে একত্রিত করো। “রাব্বা না আতীনা ফিদ্বুনিয়া হাসানাতাও ওফিল আখিরাতি হাসানাতও অকিনা আজাবান্নার” প্রতিটি সন্তানের বুকের গভীরে থাকুক তাদের মা বাবার জন্য সম্মান- শ্র...

জাহান্নামে নারীদের শাস্তি ও কারণ। পর্ব-২

Image
 জাহান্নামীদের দেহ রাসূলুল্লাহ সা. এরশাদ করেন, জাহান্নামে কাফেরদের দুই কাঁধের মধ্যবর্তী স্থান কোন দ্রুতগামী বাহনে তিন দিনের রাস্তার সমান হবে। তাদের চিবুক ওহুদ পাহাড় এবং শরীরের চামড়া তিন দিনের রাস্তা সমান মোটা হবে। [মুসলিম শরীফ] তিরমিযী শরীফের এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সা. এরশাদ করেন, কেয়ামতের দিন কাফেরদের  চিবুক হবে ওহুদ পাহাড়ের সমান, তার রান (উরু) হবে বায়জা পাহাড়ের সমান, আর জাহান্নামে তার বসার স্থান হবে তিন দিনের রাস্তার সমান লম্বা, যতটুকু দূরত্ব মদিনা থেকে রাবাযা গ্রাম পর্যন্ত। [মেশকাত শরীফ] অন্য এক বর্ণনায় আছে, জাহান্নামীর বসার স্থান হবে মক্কা থেকে মদীনার দূরত্ব সমান। [মেশকাত শরীফ] বিশেষ দ্রষ্টব্যঃ এক বর্ণনায় আছে, কাফেরদের চামড়া ৪২ হাত মোটা আর উপরে মুসলিম শরীফের বর্ণনায় বলা হয়েছে, তিন দিনের রাস্তার সমান মোটা হবে, কিন্তু এটা কোন জটিল কথা নয়। আসল কথা হলো, একেক কাফেরের একেক ধরনের শাস্তি হবে। কারো বেশি কারো কম। কিছু কিছু বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সা. এরশাদ করেন, আমার উম্মতের কিছু লোককে জাহান্নামে এমন বড় করে দেয়া হবে যে, তাদের একজনই জাহান্নামের এক কোণা ভরে দিবে। [তারগীব ওয়াত্ ত...

জাহান্নামে নারীদের শাস্তি ও কারণ। পর্ব-১

Image
 রাসূল (সঃ) এরশাদ করেন, যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং রমযানের রোযা রাখবে স্বীয় গুপ্তস্থানকে হেফাজত করবে ( পর্দা রক্ষা করে এবং ব্যভিচার থেকে বিরত থেকে) আর স্বামীর আনুগত্য করবে। এমন নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা মত জান্নাতে প্রবেশ করতে পারবে। ( তিরমিযী ও তাবরানী) উপরোক্ত হাদীস দ্বারা বুঝা যায় মেয়েদের জন্য বেহেশত গমন খুবই সহজ। তবে অন্য এক হাদীসে বর্ণিত হয়েছে। আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন একবার ঈদুল ফিতরের দিন রাসূল (সঃ) ঈদগাহে গিয়ে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন; হে নারী সম্প্রদায়! দান খয়রাত কর কেননা আমাকে অবগত করানো হয়েছে দোজখের অধিকাংশ অধিবাসি তোমাদের নারী সম্প্রদায়রই হবে। (দীর্ঘ হাদীসের অংশ বিশেষ বুখারী-মুসলিম) উক্ত হাদীস দ্বারা বুঝা যায় যে, জাহান্নামের অধিকাংশ অধিবাসি হবে নারীজাতি থেকেই। অথচ প্রথমোক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় মেয়েদের জন্য জান্নাতে গমন খুবই সহজ, কিন্তু তবুও কেন   নারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ জাহান্নামে যাবে?  এই প্রশ্নের উত্তরে রাসূল (সঃ) বিভিন্ন হাদীসে নারীজাতির এ বিপর্যয়ের কারণ নির্ণয় এবং তার ...

বিয়ের সময় জঘন্য কিছু নিয়ম।

 ✍🏻 ,,,,,,,,বিয়ের সময় জঘন্য কিছু নিয়ম ,,,,,,,,✍🏻      যে গুলো আমরা অহর অহর মেনে যাচ্ছিঃ ____________________________ ✍🏻১. বিয়ের গোসল দেয় ভাবিরা, অথচ স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল দিতে দেয়না..!! ✍🏻২. বিয়ে করলেন আপনি, আর বিয়ের অনুষ্ঠানে আপনার হাত ধুয়ে দিবে আপনার শালি, বউকে কোলে করে ঘরে নিয়ে যাবে আপনার ছোটভাই, মানে দেবর, - অবাক নয় কি..?? ✍🏻৩. বিয়ের সম্পর্ক যৌবনের সাথে, ক্যারিয়ার গড়ার জন্য পড়ে রয়েছে আজীবন..!! অথচ আমাদের দেশে বলা হয় আগে ক্যারিয়ার গড়ো তারপর বিয়ে করো, পরিণতিতে পার্কে পার্কে অবাধ প্রেমলীলা, ধর্ষণের সেঞ্চুরি আর ডাস্টবিন গুলোতে বেওয়ারিশ শিশু লাশের ছড়াছড়ি যা কুকুর, কাক আর শকুন মিলে ভাগাবাটি করে খায়..!! ✍🏻৪. বিয়ে করে বউকে খাওয়াবি কী..????? কথাবার্তা শুনে মনে হয় বউ পৃথিবীর শ্রেষ্ঠ খাদক যার ক্ষুধা নিবারণ করা দু:সাধ্য..!! ✍🏻৫. ওয়াজ মাহফিল শুনলে মনে হয় পর্দা শুধু নারীদের জন্য, অথচ আল কুরআনে সর্বপ্রথম পুরুষের পর্দার কথা বলা হয়েছে..!! ✍🏻৬. বিয়ে মানেই মেয়ের বাবার উপর খরচের পাহাড় চাপিয়ে দেয়া, অথচ ইসলামে দাওয়াত খাওয়ানোর দায়িত্ব...

অবিবাহিতা নারীদের জন্য কিছু উপদেশ

Image
 আল্লাহ তা’আলা নারীদেরকে আদর-স্নেহে থাকার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। একজন নারীর প্রতিপালনের দায়িত্ব তার বাবা, ভাই, স্বামী বা ছেলের উপর থাকে। দুনিয়া সকলের জন্য পরীক্ষাকেন্দ্র। বিয়ের আগের সময়টুকু নারীদের জন্য অনেক সহজ হলেও, বিয়ের পর থেকে তার জন্য প্রকৃত পরীক্ষা শুরু হয়। স্বামী ও সন্তানদের নিয়ে নারীদের জীবন এক বড় পরীক্ষা। এখানে কয়েকটি হাদিস বর্ণনা করে নারীদের জন্য করণীয় বিষয়গুলো শেষে উল্লেখ করবো, ইনশাআল্লাহ। একবার হযরত আলী রদিয়াল্লহু আনহু ও হযরত ফাতিমা রদিয়াল্লহু আনহা রাসুলুল্লাহ সা. এর সাথে দেখা করতে আসেন। এসে দেখেন যে নবীজী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে কাঁদছেন। আলী রদিয়াল্লহু আনহু বললেন, ইয়া রসূলুল্লাহ! আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি কাঁদছেন কেনো? নবীজী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানালেন যে, মিরাজের রাত্রিতে আমি আমার উম্মতের নারীদেরকে জাহান্নামের ভয়ানক আজাবে গ্রেফতার দেখতে পেয়েছি। তারপর নবীজী নারীদের শাস্তির বর্ণনা করলেন, লম্বা হাদিস। ফাতিমা রদিয়াল্লহু আনহা তাদের গুনাহ সম্পর্কে জানতে চাইলে রাসুলুল্লাহ সা. বলেন, তারা হলো- ১. ঐ নারী যে মাথার চুল খুলে বেপর্দা হ...

যৌবন কালের ইবাদত ও দোয়া।

Image
 

পর্দাহীনতার পরিনতিঃ- পর্ব-৩

Image
 ইভটিজিং পর্দাহীনতার পরিণতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি ইভটিজিং। ইভটিজিং এরই মধ্যে কেড়ে দিয়েছে ফাহিমা, সিমি, চম্পারানীসহ আরো অনেকের প্রাণ। তারা তাদের অপমানের জ্বালা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এছাড়া ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নাটোরের কলেজ শিক্ষক মিজানসহ আরো অনেক অভিভাবককে নির্মমভাবে হত্যা করেছে বখাটেরা। দেশের বিভিন্ন জায়গায় এখন সর্বত্রই হচ্ছে ইভটিজিং বিরোধী মিছিল, র‌্যালী ও মানবন্ধন ইত্যাদি। আমার এটি প্রশ্ন অভিভাবক মহলের কাছে, র‌্যালী, মানববন্ধন করে কি ইভটিজিং বন্ধ করা গেছে? র‌্যালী, মানববন্ধন সভা-সেমিনার করে একটি বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করা যায় কিন্তু ইভটিংয়ের মতো একটি সামাজিক ক্যান্সারকে নির্মূল করা যায় না। মিছিল, র‌্যালী, মানবন্ধন কেন যৌন নিপিড়ন বন্ধের আইন ৫০৯ ধারা দন্ডবিধি করেও এসব অপরাধ বন্ধ করা যাবে না। কথায় আছে, ‘‘সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবো কোথা।’’ আমাদের দেশের যুবসমাজ তথা তরুণ-তরুণীদের অবস্থা এমনই। এ অবস্থার পরিবর্তনে আমাদের যুবসমাজ তথা তরুণ-তরুণীদের দিতে হহবে আল কোরআন ও আর হাদীসের শিক্ষা। অভিভাবক মহলকে হতে হবে আরো সচেতন। করতে হবে সন্তানদের স...

পর্দাহীনতার পরিনতি। পর্ব-২

Image
 রাস্তায় বের হয়ে নিজেদের সৌন্দর্য্য পর পুরুষকে প্রদর্শন করা : বাইরে বের হয়ে নারীর রমণীয়, মোহনীয় ও সৌন্দর্য-গর্বজনক চপল মধুর চলনও ব্যভিচার ও যৌন উত্তেজনার সহায়ক কর্ম। এরা সেই নারী যাদের প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, «صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا» “দুই শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী যাদেরকে আমি দেখিনি, তারা ভবিষ্যতে আসবে প্রথম শ্রেণী অত্যাচারীর দল যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মত চাবুক যদ্ধারা তারা লোকদেরকে প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণী হল সে নারীর দল যারা কাপড়তো পরিধান করবে কিন্তু তারা উলঙ্গ, নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট এবং অন্যদেরকেও তাদের প্রতি আকৃষ্ট করবে, যাদের মস্তক [খোপা বাধার কারণে] উটের হেলে যাওয়া কুঁজের মত হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না। তার গন্ধও...

পর্দাহীনতার পরিনতি। পর্ব -১

Image
  ভূমিকাঃ- যাবতীয় প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য। আমরা তারই প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার নিকট ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর নিকট আমরা আমাদের প্রবৃত্তির অনিষ্টতা ও আমাদের কর্মসমূহের খারাপ পরিণতি থেকে আশ্রয় কামনা করি। আল্লাহ যাকে হেদায়েত দেন, তাকে গোমরাহ করার কেউ নেই। আর যাকে গোমরাহ করেন তাকে হেদায়েত দেয়ারও কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সালাত ও সালাম নাযিল হোক তার উপর, তার পরিবার-পরিজন ও তার সাহাবীদের উপর এবং যারা কিয়ামত অবধি এহসানের সাথে তাদের অনুসরণ করেন তাদের উপর। আল্লাহ রাব্বুল আলামীন স্বীয় বান্দাদের প্রতি অধিক দয়ালু ও ক্ষমাশীল। তিনি তার বান্দাদের যে কোনো উপায়ে ক্ষমা করতে ও তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পছন্দ করেন। আমরা সরল পথে চলতে চাই, হক জানতে চাই। অথচ সুপথ পেতে হলে রব হিসেবে আল্লাহকে মানতে হবে, তাগূতকে বর্জন করতে হবে; জীবনাদর্শ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণ করতে হবে এবং তাকে অনুকরণীয় আদর্শ হিসেব...