মনের মানুষ হন
❝এমন পুরুষ হও। যেনো কোন নারী তোমাকে পেয়ে হাজার বার রবের দরবারে শুকরিয়া আদায় করে!❞ 🖤 -স্বামী হওয়া খুব সহজ!! -কিন্তু মনের মতো মানুষ হওয়া কি এতো সহজ? দরজার আড়ালে স্ত্রীর গায়ে হাত তোলা মানুষটাও স্বামী, খাবারে লবণ বেশি হলে প্লেট ছুড়ে ফেলে দেওয়া মানুষটাও স্বামী, পরিবারের অন্যদের পরামর্শে স্ত্রীর উপর নির্যাতন করা মানুষটাও কিন্তু স্বামী!! কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরা কেউই মনের মানুষ না! এই পৃথিবীতে স্বামীদের কোন অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে একজন মনের মানুষের!!___💔 আমরা যাঁর সাথে সারাজীবন কাটাবো সে শুধু স্বামী না হয়ে, সেই মানুষটা আমাদের মনের মানুষ হোক। যার জন্য সবকিছু ছেড়ে তার বুকে মাথা লুকাবো, সেই মানুষটা আমাদের ভরসার জায়গা হোক, সেই মানুষটা রোদে ছায়ার মতো, বৃষ্টিতে ছাতার মতো, মাথার উপর ছাদের মতো হোক। যে-ই মানুষটার কাছে থাকলে কখনো হারিয়ে যাবার ভয় থাকবেনা, যে-ই মানুষটা কখনো ছেড়ে যাবেনা, সেই মানুষটা আমাদের হোক। সেই মানুষটা শুধু আমাদের জীবনসঙ্গী না, আমাদের প্রাণের সঙ্গীও হোক।___💞 -এই পৃথিবীতে সবার একজন সৎ মনের মানুষ হোক! সেই মানুষটার সাথে শুধু এই জীবন না, জান্নাতেও যেনো একসাথে থাকতে প...